প্রযুক্তির জগতে যেসব নাম আমাদের নিত্যদিনের সঙ্গী, গুগল ক্রোম নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম। ব্রাউজার বলতে আমরা বুঝি দ্রুতগতির সার্চ, পরিচিত ইন্টারফেস আর নির্ভরযোগ্য পারফরম্যান্স। কিন্তু সময় বদলাচ্ছে।
ChatGPT-এর স্রষ্টা OpenAI এবার নিয়ে আসছে এমন এক ব্রাউজার, যা কেবল লিংক ভিজিটের গণ্ডি পেরিয়ে আপনার ডিজিটাল সহকারী হয়ে উঠতে চায়। বিশ্লেষকরা বলছেন, এই ব্রাউজার শুধু নতুন একটি সফটওয়্যার নয়—গুগলের সাম্রাজ্যের ওপর সরাসরি চ্যালেঞ্জ।