Business Idea লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Business Idea লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১০ থেকে ২০ হাজার টাকার পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়া

 

ব্যবসা করার ইচ্ছা আমাদের সবারই কম বেশি রয়েছে। অনেকে অনেক আইডিয়া খুজেন। শুধু ইডিয়া খুজলেই হবে না। আপনাকে কাজ শুরু করে দিতে হবে। আজকে আমি ১০ থেকে ২০ হাজার টাকায় শুরু করতে পারবেন এমন ১০ ধরনের ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনি চাইলে এই আইডিয়া গুলো কাজে লাগাতে পারেন।

 

পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি ১০ থেকে ২০ হাজার টাকা পুজিতে আপনি মোটামুটি ভালো মানের কোন পন্য দিয়েই ব্যাবসা শুরু করতে পারবেন। ব্যবসার জন্য পুজিটা বড় কথা না। আপনার ব্যবসা করার মন মানসিকতা, আপনার সৃজনশীলতা, চিন্তাভাবনার ধরন, আপনার কৌশল, গ্রাহকের চাহিদা বুঝাটাই বড়।

ব্যবসায়ের পরিকল্পনা কিভাবে করবেন

 একটি ব্যবসায়িক পরিকল্পনা হলো এমন একটি গতিশীল ডকুমেন্টস্ যা একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠার জন্য একটি রোডম্যাপ হিসাবে কাজ করে। এই ডকুমেন্টটি সম্ভাব্য বিনিয়োগকারীদের, আর্থিক প্রতিষ্ঠান এবং কোম্পানি ব্যবস্থাপনাকে বোঝায়। এমনকি যদি আপনি নিজস্ব অর্থায়নে কোন ব্যবসা করতে চান তবে একটি ব্যবসায়িক পরিকল্পনা আপনাকে আপনার ধারণা এবং সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করতে সাহায্য করতে পারে। একটি সুসংহত ব্যবসায়িক পরিকল্পনায় নিম্নলিখিত বিষয়গুলো থাকা উচিতঃ-

Executive summary: ব্যবসায়িক পরিকল্পার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়  Executive summary’র কথা। এক্সিকিউটিভ সামারি ব্যবসায়িক পরিকল্পনার প্রথম ধাপ হওয়া উচিত। এটা প্রস্তাবিত নতুন ব্যবসার বর্ণনা দেয় এবং কোম্পানির লক্ষ্য এবং সেগুলো অর্জনের পদ্ধতিগুলো হাইলাইট করে।

১১ টি স্মার্ট ও ইজি ফেসবুক মার্কেটিং আইডিয়া

 একজন বিক্রেতা বা বিপণনকারী হিসাবে, আমরা জানি যে, বর্তমানে অনলাইন ব্যবসায়ের জন্য ফেসবুকে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ির উপস্থিতি কতটা আলোচিত, গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয়। দিন যতই যাচ্ছে ফেসবুক কিন্তু ততোই অনলাইন ব্যবসায়ি তথা উদ্যোক্তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি করছে। দৈনিক বিলিয়নেরও বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারীদের সাথে বিপণনকারী বা ব্যবসায়িগণ কীভাবে ফেসবুকের মাধ্যমে তাদের ক্রেতা সৃষ্টি করছে এবং প্রতিদিনই তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে নবীন উদ্যোক্তাদের এই বিষয়টি জানতে হবে। বিষয়টি জটিল হলেও সম্পর্কে জানা কিন্তু অসম্ভব নয়।



দেখুন ফেসবুক বিজনেস বর্তমানে খুবই জনপ্রিয় একটি ব্যবসার মাধ্যম। ফেসবুক বিজনেস বা এফ-কর্মাস সম্পর্কে যদি আপনার যথেষ্ঠ ধারণা না থাকে তাহলে কিন্তু অনলাইন ব্যবসা আপনি খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। আর তাই ফেসবুক বিজনেস সম্পর্কে আপনার কিছু আইডিয়া থাকাটা খুবই জরুরী।

তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি ১০ টি স্মার্ট ইজি ফেসবুক মার্কেটিং আইডিয়া নিয়ে অজানা বিষয়গুলো।

নতুনদের জন্য বিনিয়োগ পরামর্শঃ কিভাবে শুরু করবেন

অর্থ থাকলেই কিন্তু সবাই তা বিনিয়োগ করতে পারে না।কারণটা হলো অনেকেই জানেই না যে, শুরুটা কিভাবে করবে, কোথা থেকে শুরু করবে? টাকা বিনিয়োগ করার মতো অনেক অপশন আছে দেশে। কিন্তু তার জন্য সুচিন্তা থাকার পাশাপাশি সুবুদ্ধিও থাকাটা খুবই জরুরী।

নতুনদের জন্য ৮টি ব্যবসায়িক আইডিয়া

যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা ঠিক জানেন না কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন। কিভাবে একটা ব্যবসা শুরু করলে লাভবান হওয়া যাবে? প্রিয়জন, আজকের এই ভিডিওতে নতুন উদ্যোক্তাদের জন্য এমন কিছু ব্যবসায়িক আইডিয়া নিয়ে আলোচনা করবো যা কিনা নতুন উদ্যোক্তাদের ব্যবসায়ের একটা সঠিক দিকনির্দেশনা দিবে।

 

কিভাবে একটি কসমেটিক্সের ব্যবসা শুরু করবেন

বিশ্বে প্রসাধনী শিল্প দ্রুত গতিতে বাড়ছে জনসংখ্যার যতো বাড়ছে প্রসাধনী পণ্যগুলোর চাহিদাও সমান হারে বাড়ছে একদম লোপ্রাইস থেকে শুরু করে উচ্চমূল্যের  প্রসাধনীগুলোর চাহিদা উন্নয়নশীল দেশগুলোর মধ্যবিত্তসহ সর্বত্র প্রসারিত হচ্ছে সমান তালে

 

বর্তমানে কসমেটিক্স শিল্পে ব্যবসায়ের একটি বিশাল বিন্যাস যেমন অ্যান্টি-এজিং ক্লিনিক, অ্যারোমাথেরাপি, বিউটি সেলুন, বিউটি স্পা, কসমেটিক স্টোর, হেয়ার সেলুন এমনকি মেকআপ শিল্পীরাও এর অংশ হওয়ায় আপনি যদি কসমেটিক ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তবে পরিকল্পিত উপায়ে এগিয়ে যান, কেন না এখাতে প্রবৃদ্ধির এক বিশাল সুযোগ রয়েছে



 

আপনার নিজস্ব কসমেটিকস ব্যবসায় শুরু করার জন্য এখানে কিছু গাইডলাইন নিয়ে আলোচনা করা হলো।