Business Idea লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Business Idea লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মহিলা উদ্যোক্তাদের জন্য লাভজনক ৮টি ছোট ব্যবসার আইডিয়া

আজকাল ঘরে বসে ছোট ব্যবসা শুরু করার অসংখ্য উপায় রয়েছে। সবচেয়ে কার্যকর ব্যবসাগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল সার্ভিস, ই-কমার্স, পরামর্শ এবং সৃজনশীল উদ্যোগ। কিছুতে ব্যবসাতে ন্যূনতম বিনিয়োগের প্রয়োজন হয়, আবার বেশকিছু ব্যবসা আছে যেগুলো বিদ্যমান দক্ষতার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়। মূল বিষয় হল এমন একটি ব্যবসা বেছে নেওয়া যা আপনার দক্ষতা, বাজারের চাহিদা এবং জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশের এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং শিক্ষিতও। নারীরা এখন প্রচলিত রীতিনীতি ভেঙে নিজেদের অবস্থান গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করছেন। গত কয়েক দশকে, আমরা নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছি। এই প্রবন্ধে, আমরা বাংলাদেশের নারীদের জন্য কিছু ব্যবসায়িক ধারণা নিয়ে আলোচনা করব। 


Gift Kit Creator: বর্তমান সময়ে রিমোট কাজের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গিফট্ প্যাকিং করার জন্য কাস্টম উপহার বাক্সগুলো একটি আনন্দদায়ক ট্রেন্ড  হয়ে উঠেছে। ব্যক্তিগত উপহারের বক্স তৈরি করে এমন একটি ব্যবসা শুরু করা যায় যে বক্সগুলোতে সুস্বাদু খাবার, গ্যাজেট বা অন্যান্য উপহার প্যাকিং করা যায়। এই ব্যবসাটি একই সাথে যেমন সৃজনশীল এবং লাভজনক উভয়ই হতে পারে। খুব কম খরচে আপনি এই ব্যবসাটি বাসা পরিচালনা করতে পারেন। নিত্য নতুন গিফট্ বক্স তৈরি করার জন্য প্রয়োজন একটি সৃজনশীল মন।

১০ থেকে ২০ হাজার টাকার পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়া

 

ব্যবসা করার ইচ্ছা আমাদের সবারই কম বেশি রয়েছে। অনেকে অনেক আইডিয়া খুজেন। শুধু ইডিয়া খুজলেই হবে না। আপনাকে কাজ শুরু করে দিতে হবে। আজকে আমি ১০ থেকে ২০ হাজার টাকায় শুরু করতে পারবেন এমন ১০ ধরনের ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনি চাইলে এই আইডিয়া গুলো কাজে লাগাতে পারেন।

 

পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি ১০ থেকে ২০ হাজার টাকা পুজিতে আপনি মোটামুটি ভালো মানের কোন পন্য দিয়েই ব্যাবসা শুরু করতে পারবেন। ব্যবসার জন্য পুজিটা বড় কথা না। আপনার ব্যবসা করার মন মানসিকতা, আপনার সৃজনশীলতা, চিন্তাভাবনার ধরন, আপনার কৌশল, গ্রাহকের চাহিদা বুঝাটাই বড়।

ব্যবসায়ের পরিকল্পনা কিভাবে করবেন

 একটি ব্যবসায়িক পরিকল্পনা হলো এমন একটি গতিশীল ডকুমেন্টস্ যা একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠার জন্য একটি রোডম্যাপ হিসাবে কাজ করে। এই ডকুমেন্টটি সম্ভাব্য বিনিয়োগকারীদের, আর্থিক প্রতিষ্ঠান এবং কোম্পানি ব্যবস্থাপনাকে বোঝায়। এমনকি যদি আপনি নিজস্ব অর্থায়নে কোন ব্যবসা করতে চান তবে একটি ব্যবসায়িক পরিকল্পনা আপনাকে আপনার ধারণা এবং সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করতে সাহায্য করতে পারে। একটি সুসংহত ব্যবসায়িক পরিকল্পনায় নিম্নলিখিত বিষয়গুলো থাকা উচিতঃ-

Executive summary: ব্যবসায়িক পরিকল্পার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়  Executive summary’র কথা। এক্সিকিউটিভ সামারি ব্যবসায়িক পরিকল্পনার প্রথম ধাপ হওয়া উচিত। এটা প্রস্তাবিত নতুন ব্যবসার বর্ণনা দেয় এবং কোম্পানির লক্ষ্য এবং সেগুলো অর্জনের পদ্ধতিগুলো হাইলাইট করে।

১১ টি স্মার্ট ও ইজি ফেসবুক মার্কেটিং আইডিয়া

 একজন বিক্রেতা বা বিপণনকারী হিসাবে, আমরা জানি যে, বর্তমানে অনলাইন ব্যবসায়ের জন্য ফেসবুকে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ির উপস্থিতি কতটা আলোচিত, গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয়। দিন যতই যাচ্ছে ফেসবুক কিন্তু ততোই অনলাইন ব্যবসায়ি তথা উদ্যোক্তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি করছে। দৈনিক বিলিয়নেরও বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারীদের সাথে বিপণনকারী বা ব্যবসায়িগণ কীভাবে ফেসবুকের মাধ্যমে তাদের ক্রেতা সৃষ্টি করছে এবং প্রতিদিনই তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে নবীন উদ্যোক্তাদের এই বিষয়টি জানতে হবে। বিষয়টি জটিল হলেও সম্পর্কে জানা কিন্তু অসম্ভব নয়।



দেখুন ফেসবুক বিজনেস বর্তমানে খুবই জনপ্রিয় একটি ব্যবসার মাধ্যম। ফেসবুক বিজনেস বা এফ-কর্মাস সম্পর্কে যদি আপনার যথেষ্ঠ ধারণা না থাকে তাহলে কিন্তু অনলাইন ব্যবসা আপনি খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। আর তাই ফেসবুক বিজনেস সম্পর্কে আপনার কিছু আইডিয়া থাকাটা খুবই জরুরী।

তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি ১০ টি স্মার্ট ইজি ফেসবুক মার্কেটিং আইডিয়া নিয়ে অজানা বিষয়গুলো।

নতুনদের জন্য বিনিয়োগ পরামর্শঃ কিভাবে শুরু করবেন

অর্থ থাকলেই কিন্তু সবাই তা বিনিয়োগ করতে পারে না।কারণটা হলো অনেকেই জানেই না যে, শুরুটা কিভাবে করবে, কোথা থেকে শুরু করবে? টাকা বিনিয়োগ করার মতো অনেক অপশন আছে দেশে। কিন্তু তার জন্য সুচিন্তা থাকার পাশাপাশি সুবুদ্ধিও থাকাটা খুবই জরুরী।

নতুনদের জন্য ৮টি ব্যবসায়িক আইডিয়া

যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা ঠিক জানেন না কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন। কিভাবে একটা ব্যবসা শুরু করলে লাভবান হওয়া যাবে? প্রিয়জন, আজকের এই ভিডিওতে নতুন উদ্যোক্তাদের জন্য এমন কিছু ব্যবসায়িক আইডিয়া নিয়ে আলোচনা করবো যা কিনা নতুন উদ্যোক্তাদের ব্যবসায়ের একটা সঠিক দিকনির্দেশনা দিবে।