Youtube Tips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Youtube Tips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নতুন ইউটিউবারদের পাঁচটি ভুল

যারা স্মার্ট তারা তাদের ভুল থেকে শিখে, আর আমরা তো জানিই যে, জ্ঞানীরা অন্যদের ভুল থেকে শিক্ষা লাভ করে।। নুতন ইউটিউবারদের সাধারণ ৯টি ভুল নিয়ে আজ আলোচনা করবো এবং এই ৯টি ভুল খেকে কিভাবে আপনার মুক্ত থাকবেন সে পদ্ধতি নিয়েও আলোচনা করবো



ইন্ট্রো অনেক বড় করা: কেন ইন্ট্রো বড় করা ভুল? ভিডিওর একেবারে প্রথম দিকে দর্শক- শ্রোতা ধরে রাখা খুবই কঠিন আপনার ইন্ট্রো যদি দীর্ঘ হয় এবং সংক্ষিপ্ত পরিচয় সহ ভিডিও থাকে তবে সেই ভিডিওতে দর্শকদের ধরে রাখার সত্যিই খুবই কঠিন হবে 

ইউটিউব চ্যানেলের নাম বাছাই করার গাইডলাইন

একটা ইউটিউব চ্যানেলের জন্য নাম বাছাই করা যতটা সহজ মনে হয় আসলে ঠিক ততটা সহজ নয়। অনেক চিন্তা-ভাবনা, অনেকগুলো বিকল্প থেকে তবেই একটা নাম বাছাই করা যায়। সেটাও অনেক সময় দ্বিধায় ফেলে দেয়। সুতরাং আপনি কীভাবে জানবেন যে আপনি সঠিক নামটিই বেছে নিয়েছেন কিনা?


ইউটিউবে ভিউ বাড়ানোর ৬ (ছয়)টি মজাদার টিপস্

ইউটিউবে ভিউয়ার বাড়ানোর জন্য সব ইউটিউবারই সচেষ্ট থাকে। কারণ ভিউয়ার যতো বাড়বে বিজ্ঞাপন পাওয়ার সম্ভবনাও ততো বাড়বে।  আলোচনা করবো ভিউয়ার বাড়ানোর কিছু মজাদার টিপস্ নিয়ে। ইউটিউব সাধারণত ব্যবহারকারীদের ভিডিও আপলোড, ভিডিও দেখার সুযোগ প্রদানের পাশাপাশি মূল্যায়ন, শেয়ার, প্লে-লিস্টে যুক্তকরণ, রিপোর্ট, প্রচারিত ভিডিওগুলিতে মন্তব্য করা এবং অন্যান্য ব্যবহারকারীদের সাবস্ক্রাইব করার সুবিধা প্রদান করে।

ইউটিউব সম্পর্কে কিছু আশ্চর্যজনক পরিসংখ্যান আছে যা হয়তো আমরা অনেকেই জানি না। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক পরিসংখ্যানগুলো সম্পর্কে।

Ø  প্রতি মিনিটে ব্যবহারকারীরা ১০০ ঘন্টা ভিডিও আপলোড করছেন ইউটিউবে

Ø  প্রতি মিনিটে লোকজন ১৩৮৮ টি নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন

Ø  ১ মিনিটে কমপক্ষে ২,৭৭৭,৭৭৭ টি ভিডিও দেখা হচ্ছে ইউটিউবে

Ø  ইউটিউব অনলাইনের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন

ইউটিউবে ভিডিও আপলোড করার দক্ষতা আপনার চ্যানেলটিকে সাফল্যের মুখ দেখাতে পারে খুব সহেজেই। নিচে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য কিছু টিপস্ দেয়া হলো।

১। বেশি করে ভিডিও তৈরি করাঃ ইউটিউবে যতো বেশি ভিডিও আপলোড করবেন ততো বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম প্রথম হয়তো বা ভিউ কম হবে এতে হতাশ হওয়ার কিছু নেই। ভিডিও তৈরি করতে করতে একটা সময় যখন কনটেন্ট যখন উন্নত হবে তখন এমনিতেই ভিউ বেশি হবে। ভিডিও খুব বড় হওয়ার দরকার নেই। প্রথম দিকে ছোট ছোট ভিডিও তৈরি করুন এবং আপলোড করতে থাকুন।

২। আকর্ষণীয়, কীওয়ার্ড সমৃদ্ধ শিরোনাম দিনঃ আমরা এখন জানি যে, ইউটিউব হলো বর্তমানে দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। ভিডিও যারা দেখে তারা সাধারণত বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার জন্য ইউটিউব ব্যবহার করে।। আপনার তৈরি করা ভিডিওটির একটা আকর্ষণীয় ও কীওয়ার্ড সমৃদ্ধ শিরোনাম দিন।

৩। উপযুক্ত ভিডিও ডিসক্রিপশনঃ  ভিডিও ডিসক্রিপশনের জায়গাটি  আপনার ভিডিওটিকে অনুকূল করার জন্য দুর্দান্ত জায়গা। ভিডিও ডিসক্রিপশনটি সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় করার চেষ্টা করুন। আবার কীওয়ার্ড যুক্ত বাক্যাংশ ব্যবহার করুন।

৪। সঠিক কীওয়ার্ড সহ ট্যাগঃ ইউটিউব সার্চ ইঞ্জিনের জন্য আপনার ভিডিওর অনুকূলকরণের আরেকটি জায়গা। কীওয়ার্ড সমৃদ্ধ ট্যাগ যুক্ত করে আপনি আপনার ইউটিউব ভিউ বাড়াতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার লক্ষ্যযুক্ত কীওয়ার্ড বাক্যাংশটি অনুসন্ধান করুন এবং অন্যান্য ভিডিওগুলি যে ট্যাগগুলি ব্যবহার করছে তা সন্ধান করুন।

৫। আপনার ব্লগে আপনার ইউটিউব ভিডিও’র লিংক যুক্ত করুনঃ ইউটিউবে ভিউ বাড়ানোর এটি আরেকটি সহজ উপায়। আপনার যদি কোন ব্লগ থাকে তবে সেটিতে আপনার ইউটিউব চ্যানেলের  লিংক সেট করে দিন। এতে করে যা হবে তা হলো, যারা আপনার ব্লগটিতে ভিজিট করতে আসবে তারা আপনার দেয়া লিংকটিতে ক্লিক করবে। এতে করে আপনার চ্যানেলের ভিউ বাড়বে।

৬। সামাজিক নেটওয়ার্কগুলিতে ভিডিও লিঙ্কটি শেয়ার করাঃ ইউটিউবে ভিউ বাড়ানোর একটা খুব সহজ উপায় হলো আপনার বিদ্যমান সামাজিক নেটওয়ার্কগুলিতে ভিডিও লিঙ্কটি শেয়ার করা। আপনার ভক্ত এবং  ফেসবুক, টুইটার, লিংকডিন ইত্যাদিতে যারা আপনার বন্ধু তাদের কাছে ভিডিও প্রচার করতে ভুলবেন না।

উপরের নিয়মগুলো মেনে চলুন দেখবেন আপনার চ্যানেলের ভিউয়ার সংখ্যা বেড়ে চলেছে।