নতুন ইউটিউবারদের পাঁচটি ভুল

যারা স্মার্ট তারা তাদের ভুল থেকে শিখে, আর আমরা তো জানিই যে, জ্ঞানীরা অন্যদের ভুল থেকে শিক্ষা লাভ করে।। নুতন ইউটিউবারদের সাধারণ ৯টি ভুল নিয়ে আজ আলোচনা করবো এবং এই ৯টি ভুল খেকে কিভাবে আপনার মুক্ত থাকবেন সে পদ্ধতি নিয়েও আলোচনা করবো



ইন্ট্রো অনেক বড় করা: কেন ইন্ট্রো বড় করা ভুল? ভিডিওর একেবারে প্রথম দিকে দর্শক- শ্রোতা ধরে রাখা খুবই কঠিন আপনার ইন্ট্রো যদি দীর্ঘ হয় এবং সংক্ষিপ্ত পরিচয় সহ ভিডিও থাকে তবে সেই ভিডিওতে দর্শকদের ধরে রাখার সত্যিই খুবই কঠিন হবে 


এরকম দীর্ঘ ইন্ট্রো এবং নিজের পরিচয়সহ ইউটিউবে ভিডিও দিলে মধ্যে অনেক দর্শক- শ্রোতা বিরক্ত হন এবং আপনার ভিডিও না দেখে তারা অন্য ভিডিওতে চলে যাবে। মনে রাখবেন দর্শক আপনার ইন্ট্রো বা বিস্তারিত পরিচয় জানার জন্য ইউটিউবে আসে নাই  তারা এসেছে আপনার কাছ থেকে কিছু শিখবে বলে আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে প্রথম কয়েক সেকেন্ড কোন ব্যক্তিকে আটকানো ব্যবস্থা না করতে পারেন তাহলে তার পক্ষে আর আপনার ভিডিওটা দেখার কোন সম্ভাবনা নেই

আপনি যদি একান্তই ইন্ট্রো ব্যবহার করতেই চান তবে এটি - সেকেন্ডের  বেশি না করার ভালো। তবে মনে রাখবেন এটি পুরোপুরি এড়ানো গেলে আপনার জন্যই ভাল

. অসামঞ্জস্য ব্যাকগ্রাউন্ড মিউজিকঃ হয়তো অনেকেই জানি না যে, সঙ্গীত মানুষের  মধ্যে মানসিকতার  পরিবর্তন  আনে এবং দর্শকদের মধ্যে আবেগ-অনূভূতির সৃষ্টি করে আপনার ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান তবে সেটা বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত কোনও ভিডিওতে কী ধরণের সংগীত ব্যবহার করা উচিত তা আপনি যদি নিশ্চিত না হন তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য দর্শক-শ্রোতা ধরে রাখা খু্বই কষ্টকর হয়ে যাবে আপনার মন-মেজাজ এবং ভিডিওর সাথে মিল রেখে এমন মিউজিক বাছাই করুন যা দর্শকদের খুব সহজেই টানবে

সাউন্ড এফেক্টঃ ভিডিও ধারণ করার সময় যদি আশেপাশের বাজে শব্দগুলো আপনি ডিলিট না করেন তবে তা দর্শকদের ভিডিওর ভালো অভিজ্ঞতাকে নষ্ট করতে পারে আপনি যখন কোন সাউন্ড এফেক্ট ব্যবহার করতে যাবেন তখন নিশ্চিত হয়ে নিন যে, আপনার ভিডিও সাউন্ডের চেয়ে যেনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্ট বা ভলিউম কম থাকে

আকর্ষণীয় শিরোনাম এবং আইকনঃ ভিডিও শিরোনাম আইকন যদি আকর্ষণীয় মজার না হয় তবে ভিউয়াররা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করতে কোনরূপ উৎসাহ বোধ করবে না তখন খুব কম ভিউয়ারই আপনার ভিডিওতে হয়তো ক্লিক করবে ভিডিও জন্য একটি নাম নির্বাচন করা কিন্তু সত্যিই খুবই কঠিন কাজ, কারণ আপনার দেয়া নামটি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য ব্যবহৃত হবে আপনার ভিডিও নামটি আকর্ষণীয় হওয়া উচিত যাতে চোখ পড়া মাত্রই ভিউয়ারগণ ক্লিক করতে উৎসাহ বোধ করেন

চ্যানেলের নাম চ্যানেলের বিষয়বস্তুর সাথে মেলে নাঃ চ্যানেলের নাম দেখেও অনেক ভিউয়ারগণ আপনার চ্যানেলটিতে ক্লিক করতে পারেন চ্যানেলের নাম চ্যানেলে প্রচারিত ভিডিও বা বিষয়বস্তুর যদি মিল না থাকে তাহলে ভিউয়ারগণ বিরক্ত হতে পারে এবং পরবর্তীতে তারা আপনার ভিডিওতে ক্লিক নাও করতে পারে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন