কুকুরের ‘ছয় তারকা’ হোটেল

 

তিন তারকা হোটেলই সাধারণ মানুষের কাছে বিলাসবহুল হিসেবে পরিচিত। থ্রি স্টার কিংবা ফাইভ স্টার যে  হোটেলই হোক না কেন সেখানে মানুষ থাকবে। খাবে। ঘুমাবে। এটাই স্বাভাবিক। এমনটাই হয় এবং হচ্ছেও। এবং এই বিলাসবহুল হোটেলগুলোতে মানুষের জন্য নানা রকম আরাম-আয়েশের ব্যবস্থা রাখা হয়। কিন্তু এসব কে ছাপিয়ে গেছে একটি খবর আর তা হলো এবার কুকুরের জন্য তৈরি করা হয়েছে হোটেল। তাও আবার যেনোতেনো হোটেল নয়। রীতিমতো সিক্স স্টা হোটেল বানানো হয়েছে কুকুরের জন্য।

বিশেষ এই হোটেলের সন্ধান মিলেছে দক্ষিণ আফ্রিকায়। বিলাসিতার চূড়ান্ত নমুনা দেখানো এই হোটেল অবশ্য মানুষের জন্য করা হয়নি, করা হয়েছে কুকুরের জন্য!


ছবিঃ সুপারউফের ওয়েবসাইট


শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পোষা কুকুরের জন্য এমন বিলাসবহুল হোটেল পরিচালনা করার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার 'সুপারউফ ডগ হোটেল' কর্তৃপক্ষ। রাজধানী কেপটাউনে অবস্থিত এই হোটেল ছয় তারকার মর্যাদাপ্রাপ্য বলে দাবি তাদের। নামে হোটেল হলেও এটি মূলত ছ'মাস ও এক বছর বয়সের কুকুরের পরিচর্যাকেন্দ্র।

সুপারউফের কুকুর পরিচর্যাকারীদের একজন ওয়াটসন এমপালা। তিনি বলেন, ‘সত্যিই আমরা কুকুরগুলোর জন্য ছয় তারকা মানের সেবা নিশ্চিত করার চেষ্টা করি। এগুলোর জন্য ২৪ ঘণ্টার তদারকি, বিলাসবহুল পুল, বড় বড় বিশ্রামকক্ষ জাজ সংগীতের ব্যবস্থা রয়েছে।

ছাড়া সুপারউফের অতিথি কুকুরগুলোকে সাজানোগোছানো গ্রামে নিয়ে হাঁটানোর ব্যবস্থাও রয়েছে। গ্রামগুলো পশ্চিম কেপটাউনের মদ তৈরির প্রধান এলাকা ফ্রান্সহুক উপত্যকার কাছাকাছি অবস্থিত।

হোটেল নিয়ে প্রচারপ্রচারণায় সুপারউফ ডগ হোটেল কর্তৃপক্ষ কুকুরের জন্য তৈরি স্যাম্পেনের বিষয়টি সামনে আনছে। মূলত স্যাম্পেনের বোতলে পানি ভেষজের সংমিশ্রণে পানীয় বানানো হয়ে থাকে।

তবে হোটেল কর্তৃপক্ষের এত সব আয়োজনে তাদের অতিথিরা (কুকুর) কতটা আনন্দ পাচ্ছে, জানা যায়নি। লম্বা কানের প্রাণীরা জাজ সংগীত উপভোগ করছে কি না বা দূরের স্থির বস্তুর ক্ষেত্রে খুবই কম দৃষ্টিশক্তির প্রাণী হোটেলের খোলা ছাদে বসে পর্বতটেবল মাউন্টেইনদেখে অভিভূত হচ্ছে কি না, তা জানায়নি কর্তৃপক্ষ।

এমন একটি দেশে কুকুরের জন্য এই বিলাসিতার আয়োজন, যে দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে ৫০ শতাংশ মানুষ। এমনকি সুপারউফ ডগ হোটেলের উল্টো পাশে রাস্তার ওপরই বেশ কিছু গৃহহীন মানুষের বসবাস। হোটেল কর্তৃপক্ষের এত সব আয়োজনে তাদের অতিথিরা (কুকুর) কতটা আনন্দ পাচ্ছে, তা জানার কোনো উপায় নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন