“টানেল অফ লাভ” যেখানে মনের আশা পূণ হয়

 

 

              ছবিঃ- সংগৃহীত

লাভ টানেলবা “টানেল অফ লাভ” পৃথিবীর অন্যতম সৌন্দর্যমন্ডিত একটি জায়গার নাম।  যেখানে একবার প্রবেশ করলে মনে থেকে যাই যুগের পর যুগ। এই টানেল ধরে যখন আপনি প্রিয়জনের হাত ধরে হেঁটে যাবেন সেই দৃশ্য সিনেমার দৃশ্যকেও হার মানাবে।  প্রকৃতির আপন খেয়ালে তৈরি এই লাভ টানেল বা প্রেম সুড়ঙ্গ  বিশ্বের অন্যতম একটি রোমান্টিক স্থান হিসাবে পরিচিত।

ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি ছো্ট্ট শহর ক্লেভান। ক্লেভান এবং ওরঝিভ গ্রামের কেইভেল-রিভনা  লাইনের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই অসাধারণ টানেলটি। এই টানেলটি আসলে ট্রেন চলাচলের জন্য একটি রেললাইন। রেলপথের দুধারে সারি সারি  ফ্লোরা ফুলের লতানো গাছ দিয়ে তৈরি এই সবুজ টানেলের দৈর্ঘ্য তিন কিলোমিটার। টানেল অফ লাভ দিয়ে ক্লেভান থেকে কারখানা পর্যন্ত সহজে কাঠ পৌঁছানো এবং পরবর্তী সময়ে ক্লেভানের পশ্চিম প্রদেশে উৎপাদিত পণ্য স্থানান্তর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই কাঠ পরিবহনের ট্রেনটি দিনে শুধুমাত্র তিনবার চলে। বাকি সময়গুলোতে পর্যটকরা নির্বিঘ্নে এই টানেলের ভিতর হেঁটে বেড়ান।

ছবিঃ- সংগৃহীত

লাভ টানেলের পাশে রয়েছে সুদূরপ্রসারী বনে আচ্ছাদিত পর্বতমালা দুর্দান্ত কৃষ্ণ সাগর উপকূলরেখা। পুরো টানেল সবুজে আচ্ছাদিত হলেও  প্রকৃতি যখন রং বদলায় তখন টানেলের রংও বদলে যায়। মোহনীয় সৌন্দর্যের প্রতীক টানেল অফ লাভ  শীত, গ্রীষ্ম কিংবা বসন্ত প্রতি সময়ে প্রকৃতি যেন নিজ হাতে সাজায় তাকে। গ্রীষ্মকালে টানেলের চারপাশের গাছের শুষ্ক পাতা ঝড়ে পড়ে এবং সম্পূর্ণ টানেলটি পত্রশুণ্য হয়ে পড়ে। শীতকালে বরফের সাদা চাদরে ঢাকা পড়ে টানেলটি। তখন টানেলটিকে মনে হয় কোনো শ্বেত-শুভ্র বরফের পথ। আর বসন্তকালে নতুন সবুজ পল্লবে ছেয়ে যায় টানেলটি যেন সবুজের মেলা বসেছে চারধারে। যেন পত্র-পল্লবে মোড়ানো সবুজ দুর্গ।

 

ছবিঃ- সংগৃহীত

প্রেমিক যুগল দম্পতিরা এই টানেলটিকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে। ভালোবাসার সম্পর্কই শুধু নয় রীতিমত মানত করার প্রথাও চালু আছে এই টানেলটিকে ঘিরে। সেখানকার স্থানীয়রা বিশ্বাস করে, এই টানেল দিয়ে প্রিয় মানুষকে নিয়ে হাঁটলে দুজনের ভালবাসা চির অটুট থাকে। কোন প্রেমিক-প্রেমিকা যুগল যদি এই পথটির উপর দিয়ে হাত ধরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে যায় এবং তাঁরা যদি কোন ইচ্ছা পোষণ করে তাহলে তাদের সে ইচ্ছে পূরণ হয় হয়ত এই জন্যই এই জায়গাটির নাম হয়েছে টানেল অফ লাভ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন