বিশ্বের যে ৬ স্থানে কখনো সূর্য ডোবে না!


 

আচ্ছা আপনি একটু কল্পনা করুন তো, আপনি এমন একটি দেশে অবস্থান করছেন যেখানে মাসের পর মাস সূর্য ডোবে না। কি অবাক হচ্ছেন না। ভাবছেন আবার কখনো সম্ভব নাকি। হ্যাঁ সম্ভব। অবাক হলেও সত্যি পৃথিবীতে এমন স্থান আছে। এমনই কিছু দেশ বা স্থান নিয়ে কথা বলবো আজ।

 

দিন শেষে রাত আসে, রাত শেষ হলেই আবার পূব আকাশে উঁকি দেয় সূর্য। রাত-দিনের এমন খেলা মূলত প্রকৃতির এক অমোঘ নিয়ম। এই নিয়মের কখনো ব্যতয় হয় না আমরা জানি। কিন্তু আপনি জেনে অবাক হবেন বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে সূর্য উঠলে আর অস্ত যায় না, আবার অস্ত গেলে দিনের পর দিন কিংবা মাসের পর মাসও সূর্যের দেখা মেলে না।

 

বিষয়টি আপনার কল্পনার বাইরে হলেও সত্যি। চলুন তবে জেনে নেওয়া যাক এমনই স্থান সম্পর্কে-

 

 


 

২। কানাডাঃ- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার বেশ কয়েকটি অংশ সারা বছর তুষারে ঢাকা থাকে। ইনুভিক উত্তর-পশ্চিম অঞ্চলের মতো স্থানে গ্রীষ্মে প্রায় ৫০ দিন সূর্যের আলো থাকে। আর্কটিক সার্কেলের মাত্র ডিগ্রি উপরে অবস্থিত নুনাভুত।  কানাডার উত্তর-পশ্চিমে এই শহরে বাস করেন হাজার মানুষ। শীতকালে টানা ৩০ দিন এই এলাকা অন্ধকার থাকে। সেই সময় এখানে সূর্যদয় হয় না। আবার গ্রীষ্ণের মাস রাত-দিন সর্বদাই আকাশে থাকে সূর্যদেব।

 


১। নরওয়েঃ- নরওয়ে কে বলা হয় নিশীত সূর্যের দেশ। বা মধ্যরাতের সূর্যের দেশ। মে থেকে জুলাইয়ের শেষের দিকে প্রায় ৭৬ দিনের জন্য সেখানে সূর্য অস্ত যায় না। সেখানকার আকাশে প্রায় ২০ ঘণ্টা সূর্য দেখা যায় আকাশে।

 

নরওয়ের উত্তর অবস্থিত স্যালবার্ড দ্বীপপুঞ্জ। এই দ্বীপে ১০ এপ্রিল থেকে ২৩ আগস্ট পর্যন্ত সেখান রাত নামে না। আর তাই ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য এসব অঞ্চল খুবই জনপ্রিয়।

 


 

৩। আইসল্যান্ডঃ- ডিম্বাকার এই দ্বীপটি পূর্ব-পশ্চিমে প্রায় ৪৮৫ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে প্রায় ৩৬০ কিলোমিটার দীর্ঘ। আইসল্যান্ড হচ্ছে গ্রেট ব্রিটেনের পরে ইউরোপের বৃহত্তম দ্বীপ। আইসল্যান্ডে ১০ মে থেকে জুলাই পর্যন্ত দিন থাকে। তখন রাত নামে না, অর্থাৎ সূর্য অস্ত যায় না। কারণ সূর্য সব সময় দিগন্তের উপরে থাকে। মেরু অঞ্চলে গ্রীষ্মের সময়, মধ্যরাতে সূর্য অস্ত যায় এবং ভোর ৩টের সময় ফের উঠে আসে।

 


৪। ব্যারো, আলাস্কাঃ মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষের দিকে এখানে সূর্য অস্ত যায় না। আবার মজার বিষয় হচ্ছে নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন এখানে সূর্য ওঠে না। এর অর্থ এই যে শীতের সময়ের কিছু দিন দেশটি অন্ধকারে থাকে। তুষারাবৃত পর্বত এবং মুগ্ধকারী হিমবাহের জন্য বিখ্যাত।

 


 ৫। ফিনল্যান্ডঃ- হাজার হাজার হ্রদ এবং দ্বীপের দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের অধিকাংশ অঞ্চলকেই গ্রীষ্মকালে প্রায় টানা ৭৩ দিনের জন্য সূর্যের আলো দেখতে হয়। আবার শীতকালে সেই অঞ্চলগুলোয় সূর্যের আলো দেখা যায় না। সেখানকার মানুষ কেন গ্রীষ্মে কম ঘুমায় এবং শীতকালে বেশি ঘুমায়, এর একটা কারণ এই আবহাওয়া-প্রকৃতি। এখানে দেখা মেলে নর্দার্ন লাইটস এবং কাচের ইগলুর।

 


৬। সুইডেনঃ- উপরে উল্লিখিত অন্যান্য দেশের তুলনায় সাধারণত উষ্ণ। সুইডেনে সূর্য মধ্যরাতে অস্ত যায়। মে মাসের শুরু থেকে আগস্টের শেষের দিকে ভোর সাড়ে ৪টায় আবার উদিত হয়। এখানে, অবিরাম সূর্যালোকের সময়কাল বছরের ছয় মাস পর্যন্ত স্থায়ী হয়।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন