যে শহরটি দেখতে অবিকল মানুষের মতো

সুবিশাল এই পৃথিবীতে কিন্তু আশ্চর্যের শেষ। সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিই  অবাক করার মতো। যদিও আমরা এ সম্পর্কে খুব কমেই চিন্তা করি। প্রিয় পাঠক, আপনার জন্য আজকে এমন একটা শহরের খোঁজ দিবে যা শুনে আপনি তাজ্জ্বব বনে যাবেন। এই শহরটি এমন যে, আপনি কখনও চোখে দেখেননি এমনকি কানেও শোনেনি।

ইউরোপের দেশ ইতালির ছো্ট্ট একটি ছিমছাম শহরের নাম সেঞ্চুরিপ। এই শহরটি ইতালির এন্না প্রদেশের সিসিলি এলাকায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ ফুট উপরে এই শহরটির অবস্থান। সিসিলির এটনা পাহাড়ে ঘেরা সমতলজুড়ে এর অবস্থান।  ছোট এই শহরটি অত্যাশ্চর্য দৃশ্যের জন্যসিসিলির ব্যালকনিনামে পরিচিত। এ শহর থেকে দেখা যায় ইতালির পাহাড়রাজ্যের দারুণ সব ভূদৃশ্য। কিন্তু যতই ওপরে উঠবেন, পাহাড় ছাড়িয়ে চোখ যাবে শহরটার দিকেই।

ছবিঃ সংগৃহীত


বিশেষ করে উড়োজাহাজে করে শহরের কোনও বাসিন্দা নিচে তাকালেই আঁতকে উঠবেননিজের মনের অজান্তেই বলে উঠবেন- কোন ভূতের পেটে থাকিরে বাবা!”

আর এর জন্য দায়ী মূলত সেন্টুরাইপের মানচিত্রটা। দেখতে অবিকল মানুষের মতো। যে কিনা ভূতের মতোই হাত-পা ছড়িয়ে আছে শিকার ধরার অপেক্ষায়।

সেঞ্চুরিপের আকৃতি ধরা পড়েছে কিন্তু খুব বেশিদিন হয়নি। গুগল আর্থে প্রথম বিষয়টা ধরতে পারেন স্থানীয় আলোকচিত্রী আন্দ্রিয়া পেরি। তার কাছে শহরটির আকৃতি অস্বাভাবিক লাগছিল। এপর তিনি ড্রোন উড়িয়ে তুলে ফেলেন শহরটির চোখ ধাঁধানো কিছু ছবি।

তিনি ড্রোনের মনিটরে শহরের দৃশ্য দেখে অবাক। তখন তিনি ড্রোন ক্যামেরায় কয়েকটি ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সঙ্গে সঙ্গে ছবিগুলো নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ডান কোণ থেকে, সেঞ্চুরিপ শহরটিকে যেন দুই হাত পা ছড়িয়ে থাকা ব্যক্তির আকৃতির মতো দেখায়

রাতের বেলায় সমস্ত বাড়িঘরে যখন বাতি জ্বলে ওঠে তখন শহরটা সত্যিই যেন জীবন্ত হয়ে ওঠে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন