আর্টস থেকে কোন কোন বিষয় নিয়ে পড়লে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে পারব?

 


হ্যালো প্রিয় শিক্ষার্থী। কেমন আছো তোমরা। আশা করি ভালো আছো। তোমরা যারা মানবিক  বিভাগে ভর্তি হবে বলে ভাবতেছ অথবা  মানবিক তথা আর্টসে বিভিন্ন বিষয় নিয়ে পড়ালেখা করতেছ তাদের জন্য আজকের লেখাটি অনেক গুরুত্বপূর্ন। হতে চলেছে।


অনেকেরই স্বপ্ন থাকে ‍উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার। এক্ষেত্রে অনেকেই ভেবে বসে বিদেশে উচ্চ শিক্ষা শুধুমাত্র সাইন্স এবং কমার্সের ছাত্রদের মধ্যেই বুঝি সীমাবদ্ধ। কিন্তু আমরা অনেকেই জানি না যে, আর্টসের যে কোন বিষয়েই উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া যায়। আর্টসের কোন কোন সাবজেক্ট পড়ে বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়া যায়, মূলত সে বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। মূল আলোচনায় যাওয়ার আগে তোমারদের কাছে আমার একটা রিকুয়েস্ট থাকবে, তুমি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লি করে অল অপশনটি অন করে দিবে যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তুমি পেতে পারো।

 

দেখ, বিভিন্ন বিষয়েই বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করা যায়। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে তোমাকে তো কোন টাকাই পরিশোধ করতে হবে না বরং উল্টো বিশ্ববিদ্যালয়গুলো তোমাকে টাকা দিবে। এক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি যে বিষয়টি নিয়ে পড়তে চাচ্ছ, সে বিষয়টি বর্তমান বিশ্বে কতটা প্রাসঙ্গিক। এক্ষেত্রে কিছু কিছু বিষয় তোমাকে এড়িয়ে যেতে হবে। যেমন বাংলা সাহিত্য এর পরিধি কিন্তু অনেক কম। এখন তুমি যদি উচ্চ শিক্ষা নিতে বিদেশে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু এটা তোমাকে এড়িয়ে যেতে হবে।

এখন চলো একটু জেনে আসি মানবিক বিভাগ থেকে কোন কোন বিষয়েগুলোতে পড়ালেখা করলে খুব সহজেই তুমি বিদেশে উচ্চ শিক্ষা নিতে পারবা।

এক্ষেত্রে প্রথমেই আমি বলবো ‘অপরাধ বিজ্ঞান’ এই সাবজেক্টটির কথা। এর পর আছে আইন","গণযোগাযোগ ও সাংবাদিকতা","ইংরেজি সাহিত্য", ‘আন্তর্জাতিক সম্পর্ক’ এগুলো কিন্তু যথেষ্ঠ চাহিদা সম্পন্ন সাবজেক্ট। আরও আছে  ‘সাংবাদিকতা, "মনোবিজ্ঞান","ভূগোল" রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, , নাট্যকলা, ইতিহাস।

এই বিষয়গুলোতে পড়লে তুমি খুব সহজেই বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপসহ পড়ালেখা করতে পারবে। এর সাথে যদি তোমার কোন পাবলিকেশনস থাকে, ভালো রেজাল্ট থাকে, আইয়েল্টস স্কোর ভালো হয়, সেক্ষেত্রে তুমি বিদেশে কম খরচে পড়াশুনা করতে পারবা।

অল্প কথায় বলতে গেলে আর্টসের যে কোন বিষয়েই উচ্চশিক্ষার জন্য তুমি বিদেশে যেতে পারবে। "বাংলা সাহিত্য" বাদে সবকিছুরই বিদেশে কিন্তু অনেক দাম আছে। কারণ বাংলা সাহিত্য হয়ত সব দেশে পাবা না। আর বাকি যে কোন বিষয়ে পড়ালেখার জন্য  যে কোন দেশে যেতে পারবে।



 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন