২০২২ সালের রোজার ঈদ মানে ঈদ উল ফিতর কত তারিখে হবে

 


হেই প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ২০২২ সালের রোজার ঈদ মানে ঈদ উল ফিতর কত তারিখে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো।


আমরা জানি প্রতি বছর রমজান মাস এক সমান হয় না। কোন কোন বার রমজান মাস ৩০ দিনে হয় আবার কোন কোন বার রমজান মাস ২৯ দিনে হয়। আমরা সবাই এটাও জানি যে, ইংরেজি সন সাধারণত ৩৬৫ দিনে ও লীপ ইয়ার ৩৬৬ দিনে হলেও চন্দ্র বছরের হিসাব কিন্তু ৩৫৫ দিনে হয়ে থাকে। এর ফলে প্রতি বছর শবেবরাত, রোজা, ঈদুল ফিতর,  ঈদুল আযহা ১০ / ১১ দিন করে এগিয়ে যায়।

 


সবাইকে একটা বিষয় মনে রাখতে হবে, সাধারণত মক্কায় ঈদ উদযাপন এর পরের দিনই বাংলাদেশে ঈদ পালিত হয়। হিজরি সনের বা আরবি মাসগুলো সাধারণত চাঁদ দেখা সাপেক্ষে শুরু হয়। বিধায় ইসলাম ধর্মীয় আচার তথা, শবে বরাত, রোজা, শবে কদর, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা বা কোরবানির ঈদ কোন মাসের কত তারিখে হবে তা পূর্বে নির্ধারণ করা যায় না। হিজরি সনের মাসগুলো সাধারণত ২৯ ও ৩০ দিনে পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ এক মাস ৩০ দিন হলে পরবর্তী মাস ২৯ দিনে শেষ হয়। হিজরি ১৪৪৩ সনের ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে রমজান শুর হবে এপ্রিল মাসের ৩ তারিখ। এর পূববর্তী মাস অর্থাৎ শাবান মাস যেহেতু ২৯ দিনে পূর্ণ হবে সেহেতু পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। সে হিসেব বাংলাদেশে ঈদ উল ফিতর ২০২২ বা আরবি বছরের একদশতম মাস শাওয়াল শুর হবে ৩ মে ২০২২ সালে। অতএব, আমরা বরতে পারি, বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন হবে ৩ মে ২০২২ সনে। তবে মনে রাখবেন, সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলাম ধর্মে শবে বরাত, রোজা, শবে কদর,রোজার ঈদ বা ঈদ উল ফিতর, ঈদ উল আযহা বা কোরবানির ঈদ তথা প্রত্যেক ধর্মীয় উদযাপন নির্ভর করে চাঁদ দেখার উপর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন