এই পাঁচটি বিষয় মেনে চলুন। জীবন সুন্দর হবে

মানুষের জন্যই মানুষ। পৃথিবীতে মানুষের আগমন হয়েছে সর্বোত্তম প্রাণী হিসেবে। তাই আপনাকে হিসাব করে চলতে হবে। কথা বলতে হবে। আপনার আচরণে অন্য কেউ কষ্ট পাবে এমনটা হওয়া উচিৎ নয়। প্রিয় পাঠক, কথা বলবো এমন পাঁচটি বিষয় নিয়ে যা কিনা আপনার কখনো করা উচিৎ নয়। এই পাঁচটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হবে। চলুন জেনে আসি পাঁচটি বিষয় কি কি।

 
১। পরিচিতজনকে বুঝে-শুনে টাকা ধার দিবেন। আমি এ কথা বলবো না যে, কখনই টাকা ধার দেবেন না। বিপদে যদি আপনি এগিয়ে না আসেন তাহলে আপনি কেমন আত্মীয়, কেমন বন্ধু। তাই না? তবে এটাও মনে রাখতে হবে টাকা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাহলে করণীয় কি? উপায় আছে। যদি আপনার সামথ্য্য থাকে তবে টাকা ধার দেওয়ার পরিবর্তে কিছু ফেরত পাওয়ার আশা না করে আপনার সামর্থ্য যতটুকু কুলায় ততোটুকু সহায়তা করুন। এবং টাকা যে, আপনি দিতে পারছেন না তা বিণীতভাবে বুঝিয়ে বলুন।
২। বুকের ছোট্ট কোণে কম করে হলেও ১০% জায়গা নিজের জন্য রাখুন। যেখানে কাউকেই প্রবেশ করতে দিবেন না। এটা একান্তই আপনার, আপনি এখানে ঘুরবেন, খেলবেন, খাবেন, ঘুমাবেন, হাসবেন, সৃষ্টিশীল চিন্তা করবেন কিছুই করবেন নিজের জন্য। নিজের স্বত্ত্বাকে ভালো রাখার জন্য।
৩। আপনার গভীরতম গোপন কথা কাউকে বলবেন না। কিছু বিষয় থাক না নিজের ভেতর, মনের খেয়ালে। যদি মনে করেন প্রিয়জনকেও বললে বিপদ হবে তাহলে তাকেও বলবেন না। মনে রাখবেন কিছু গোপনীয়তা, কিছু অন্ধ বিশ্বাস কবরে নিয়ে যাওয়া ভাল। আজ যাকে বিশ্বাস করবেন কে জানে হয়তো কালই সে পিছন থেকে আপনার পিঠে ছুরি মারবে।
৪। হঠাৎ করে যদি আপনি কোন সংক্রামক রোগে আক্রান্ত হন তবে সেই অবস্থায় কখনও কাজ করতে অফিসে বা নিজ কর্মস্থলে আসবেন না । আপনি নিশ্চয় চাইবেন না আপনার সহকর্মীরা আপনার দ্বারা সংক্রামিত হোক। নিজে নিরাপদে থাকুন আপনার সহকর্মীকেও সুস্থ থাকতে সহায়তা করুন।
৫। সাহায্য চাইতে ভয় পাবেন না। প্রয়োজনে অবশ্যই আপনি সাহায্য চাইবেন। এতে করে হয়তো বা আপনি অসহায় বোধ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, শেষ পর্যন্ত আপনি খুশি হবেন। জয়ী হবেন। আপনি বুঝতে পারবেন যে, পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন